Site icon Bill's Digital Digest

মা থেকে শিশুতে এইচআইভি, সিফিলিস ও হেপাটাইটিস বি নির্মূলে বিশ্বে প্রথম মালদ্বীপ

মা থেকে শিশুতে সংক্রমণ প্রতিরোধে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে মালদ্বীপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দেশটিকে এইচআইভি, সিফিলিস ও হেপাটাইটিস বি – এই তিনটি রোগের মা থেকে শিশুতে সংক্রমণ নির্মূলের স্বীকৃতি দিয়েছে।

এর ফলে মালদ্বীপই বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘ট্রিপল এলিমিনেশন’ অর্জন করতে সক্ষম হলো।

আজ সোমবার (১৩ অক্টোবর) ডব্লিউএইচও এক সংবাদ বিজ্ঞপ্তিতে মালদ্বীপকে এই স্বীকৃতি প্রদান করে।
https://medivoicebd.com/article/33534/মা-থেকে-শিশুতে-এইচআইভি-সিফিলিস-ও-হেপাটাইটিস-বি-নির্মূলে-বিশ্বে-প্রথম-মালদ্বীপ

相关资源

Exit mobile version